Campus Life

ল্যাঙ্গুয়েজ কোর্স এডমিশন ফেয়ার

GUB | 29-Jul-24

গ্রিন ইনিভার্সিটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ (CLCS) বিদেশি ভাষা শিক্ষার উপর বিভিন্ন কোর্স দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। যার মধ্যে রয়েছে আইইএলটিএস, স্পোকেন ইংলিশ, জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চ ও কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থী সংগ্রহের লক্ষ্যে ৪ঠা জুন থেকে ৭ই জুন, ২০২৪ পর্যন্ত ৪ দিনব্যাপী বিশেষ ছাড়ে এডমিশন ফেয়ারের আয়োজন করে। ফেয়ারে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ভাষা কোর্সে ভর্তির সুযোগ পায়।

ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানটি ৪ঠা জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, CLCS-এর পরিচালক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দীন। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি পৃথিবীর উল্লেখযোগ্য ভাষা শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেন এবং বিদেশি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

৪ দিনব্যাপী এডমিশন ফেয়ারটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় CLCS-এর পরিচালক ড. সিরাজুম মুনিরা আয়োজক শিক্ষক এবং সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমরা এই এডমিশন ফেয়ারের অভাবনীয় সাফল্যে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য একটি বড় অর্জন। এই ফেয়ারের মাধ্যমে আমরা আমাদের ভাষা কোর্স সম্পর্কে আরও বেশি লোককে জানাতে সক্ষম হয়েছি এবং আমাদের শিক্ষার্থীদের ভাষা শেখার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি যে, নতুন ভাষা শেখার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বেশি সুযোগ পাবেন।

"