আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন | Green University of Bangladesh

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রভাতফেরি, কেন্দ্রীয় ও জিউবি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (২১ ফেব্রুয়ারি, ২০২১) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার।


পরে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে লেখক, চিন্তাবিদ, শিক্ষক ও জনপ্রিয় বক্তা অধ্যাপক সলিমুল্লাহ খান প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার জনাব মো. সাইফুল ইসলাম ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। তাই এর সর্বজনীন প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ভাষা মায়ের মত। তাই এটাকে বাদ দিয়ে কোন কিছু করা সম্ভব নয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ইতিহাস জানতে উদ্বুদ্ধ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেন। পাশাপাশি তিনি মাতৃভাষা বাংলার প্রসারে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান আলোচনা করেন।
সভায় গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।