আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হলো গ্রিন ইউনিভার্সিটিতে | Green University of Bangladesh

আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হলো গ্রিন ইউনিভার্সিটিতে

নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট-আইটিডি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শেষ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের বিজনেস, ল’ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ধারণায় নেতিবাচক পরিবর্তন এসেছে। অথচ বিশ্ববিদ্যালয় শুধু পড়ানো ও শেখার জায়গা নয়, নতুন নতুন আইডিয়া ও জ্ঞান তৈরিই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ধারণা নিয়ে এ ধরনের সম্মেলন তাতে বড় ধরনের অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, প্রতিযোগিতার বিশ্বে সবকিছুই এখন বুলেট ট্রেনের গতিতে চলছে। যার সঙ্গে তাল মিলিয়ে গ্রিন ইউনিভার্সিটিও এগিয়ে যাচ্ছে। দুটি সম্মেলন তথা ‘সাস্টেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৪.০’ এবং ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ সম্মেলনের মাধ্যমে এই গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই। এক্ষেত্রে আইটিডি সম্মেলন গ্রিন ইউনিভার্সিটির বুদ্ধিবৃত্তিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে। এ সময় তিনি সম্মেলন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, সম্মেলনের দ্বিতীয় দিন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর প্যাট্রিক ডোউঘের্টি, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর ড. ফকরুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান ড. খুরশেদ আলম, রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ মূল প্রবন্ধ পাঠ করেন।

সূত্র : ঢাকা পোস্ট ডেস্ক

চ্যানেল আই টিভি সংবাদ : https://www.youtube.com/watch?v=KjwUL10ONzM

Jamuna TV
Bangla Vision (Day-1)
Bangla Vision (Day-2)
Channeli I
Nayadiganata
Inqilab
Ajker Patrika (1st Day)
Ajker Patrika (2nd Day)
Somoyer Alo
Pratidiner Sangbad
Dhaka Post (1st Day)
Dhaka Post (2nd Day)
Daily Campus
Bahannonews