‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন গ্রিন ইউনিভার্সিটিতে | Green University of Bangladesh

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন গ্রিন ইউনিভার্সিটিতে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম এই কর্নারের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক নেতা নয়, তিনি একজন ভালো শিক্ষক ও লেখকও বটে। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে স্থাপিত এই কর্নার নতুন প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানতে আরও বেশি আগ্রহী করে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, গ্রন্থাগারে শুধু বই নয়, এখানে জীবন্ত মানুষের বিচরণ থাকে। এখানে যেমন দেশীয় লেখকদের পাওয়া যায়, তেমনি বিশ্বের বড় বড় লেখকদের সংস্পর্শও পাওয়া যায়।

উপাচার্য বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি বঙ্গবন্ধু জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে। তবেই তার দর্শনের আলোকে উন্নত বাংলাদেশ গড়া সহজ হবে। এ সময় নবস্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের বই সংখ্যা আগামীতে আরও বৃদ্ধি করা হবে বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ফ্যাকাল্টি অব ল’ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, ডিসটিংগুইজড প্রফেসর ও টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, ডেপুটি লাইব্রেরিয়ান মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : https://dhakamail.com

Ajker Patrika
Dhaka Post
Jaijaidin
Somoyer Alo
Dhaka Mail
Daily Campus