স্বাধীনতা দিবস উদযাপন গ্রিন ইউনিভার্সিটিতে | Green University of Bangladesh

স্বাধীনতা দিবস উদযাপন গ্রিন ইউনিভার্সিটিতে

মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) ভার্চুয়ালি আয়োজিত এক সভায় নতুন প্রজন্মকে প্রকৃত স্বাধীনতার রক্ষাকবচ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

তারা বলেন, তরুণরাই একটি দেশের কাণ্ডারি। উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়তে তাদের কাজে লাগাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত (অব.) এম হুমায়ুন কবির বলেন, শুধু দক্ষতা ও যোগ্যতা বলে গোটা পৃথিবীজুড়ে বাংলা ভাষাভাষীরা কাজ করছে। কিন্তু এখনও বাংলাদেশে মানসম্মত শিক্ষা বজায় নেই। আগামীর বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হলে অবশ্যই এই খাতে জোর দিতে হবে।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে বিজ্ঞানমনস্কতা জরুরি একটি বিষয়।

তিনি বলেন, আমরা যেন অর্জন নিয়ে সন্তুষ্টিতে না ভুগি; কারণ, এই অর্জন ক্রমাগত করে যেতে হবে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসে সশরীরের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি ও ক্যাম্পাস ডিরেক্টর ড. আমিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সূত্র : https://www.dhakapost.com